চীনের হারবিনে শুরু হয়েছে ৩১তম ‘হারবিন আন্তর্জাতিক বরফ এবং তুষার উৎসব’। জানুয়ারির ৫ তারিখ থেকে শুরু হওয়া এ উৎসব চলবে টানা ১ মাস। তবে আবহাওয়ার উপর নির্ভর করে এটি পরিবর্তিত হতে পারে।
পৃথিবীতে যত বরফ এবং তুষার উৎসব হয় এটা তাদের মধ্যে অন্যতম বৃহৎ উৎসব। হারবিনের এ উৎসবের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “Charming China Dream”।
উৎসবে বরফ কেটে তৈরি করা হয়েছে বড় বড় ঘরবাড়ি যেগুলোকে আলোকসজ্জার মাধ্যমে আরো সুন্দর করে তোলা হয়েছে। প্রাসাদ, মূর্তি আর বরফের এ রাজ্য দেখে মনে হয় যেন রুপকথার কোন বই থেকে উঠে এসেছে এই জাদুর শহর। চীনের গ্রেট ওয়ালের মত অনেক বিখ্যাত জিনিসের প্রতিরূপ তৈরি করা হয়েছে এখানে।
হারবিনকে বলা হয় ‘বরফের শহর’। এর জন্য অবশ্য যথেষ্ট কারণও রয়েছে। জানুয়ারি মাসে হারবিনে প্রতিদিন গড়ে তাপমাত্রা থাকে মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ থেকে এরকম আরেকটি বরফ উৎসব শুরু হতে যাচ্ছে জাপানে। প্রতিবছর জাপানে অনুষ্ঠিত হওয়া এ উৎসবটিকে ডাকা হয় ‘Sapporo Snow Festival’।