বামুন প্রাণীগুলো

বাম্বলবি বাদুড়
বাম্বলবি বাদুড় হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট বাদুড়, সম্ভবত পৃথিবীর সবচেয়ে ছোট স্তন্যপায়ী প্রাণীও এটি। এদেরকে কিটিস হোগনোস বাদুড়ও বলা হয়ে থাকে। এদের ওজন হয় মাত্র ২ গ্রাম। এরা থাইল্যান্ডে একটি লাইমস্টোনের গুহায় বাস করে। তবে মানুষের যন্ত্রণার কারণে এদের আবাসস্থল এখন হুমকির মুখে।

ওয়েস্টার্ন পিগমী ব্লু বাটারফ্লাই
মাত্র আধা ইঞ্চি আকারের ডানা নিয়ে পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাপতিটি হচ্ছে ওয়েস্টার্ন পিগমী ব্লু বাটারফ্লাই। ক্যালিফোর্নিয়া থেকে পশ্চিম আমেরিকা আর ভেনিজুয়েলার কিছু কিছু জায়গায় এ প্রজাপতি দেখতে পাওয়া যায়।

বনসাই ঘোড়া
আমেরিকাতে একটি বনসাই ঘোড়ার উচ্চতা সর্বোচ্চ হতে পারে ৩৪ ইঞ্চি। ইউরোপের সম্ভ্রান্ত পরিবারদের জন্য ১৭শ শতকে এই জাতের ঘোড়ার জন্ম দেয়া হয়। এরা দেখতে সাধারণ যে কোনো ঘোড়ার মতই, কিন্তু আকারে ছোট। এদের বাধ্য স্বভাবের জন্য এরা বেশ সুপরিচিত। মানুষের বহু প্রয়োজনে এরা কাজে আসতে পারে।

মাউস লেমুর
একটা মাউস লেমুর এতোই ছোট যে এদের হাতের তালুতে রাখা যায়। এরা খুব চঞ্চল ও ছটফটে প্রকৃতির হয়। ছুটতেও পারে অনেক দ্রুত। নর্থ ক্যারোলিনার ডিউক লেমুর সেন্টারে এরকম ৫৫টা লেমুর রয়েছে। এদের ওজন ৩০ গ্রামের মত হয়ে থাকে। এদেরকে সবচাইতে ছোট প্রাইমেট বর্গের প্রাণী হিসেবে ধরা হয়।

বামন ল্যান্টার্ন হাঙ্গর
একটা হাঙ্গরের আকৃতি আপনার মোবাইল ফোনের সমান, ভাবতেই অবাক লাগে। মাত্র ৭ ইঞ্চি লম্বা এই জাতের হাঙ্গর পৃথিবীর সবচেয়ে ছোট হাঙ্গর। কলম্বিয়া এবং ভেনেজুয়েলার সমুদ্র উপকূলে এই হাঙ্গর দেখা যায়। তবে এরা সমুদ্রের অনেক গভীরে থাকে। ৯২৮ থেকে ১৪৪০ ফিট গভীরতায়। সমুদ্রের এতো গভীরে খাবারের বেশ কমতি থাকায় এদের আকৃতি ছোট হওয়াটাই স্বাভাবিক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন