বিআইএসসি’তে বিজ্ঞান মেলা

স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং তাদেরকে বিজ্ঞানচর্চায় আরও উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ আয়োজন করেছে তাদের বার্ষিক বিজ্ঞান মেলা- ২০১৫। ফেব্রুয়ারির ১৫ ও ১৬ তারিখ ঢাকার মহাখালী নিউ ডিওএইচএস- এ অবস্থিত স্কুলটির প্রাঙ্গনে আয়োজিত হতে যাচ্ছে এ মেলা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার মেজর জেনারেল আবদুল কাদির। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ন্যাশনাল ডিফেন্স কলেজের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহ আলম চৌধুরী, কর্নেল মোঃ আনিসুর রহমান চৌধুরী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্যরা এবং স্কুলের প্রিন্সিপ্যাল।

মোট ৬৫টি সায়েন্স প্রোজেক্ট প্রদর্শিত হচ্ছে এ অনুষ্ঠানে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ক্ষুদে বিজ্ঞানীদের নির্মিত এসব প্রোজেক্ট দেখে ছাত্রছাত্রী, অভিভাবক এবং অন্যান্য সকলেরই ভালো লাগবে বলে আশা করা হচ্ছে। মেলা শেষে সেরা প্রোজেক্টটিকে পুরস্কৃত করবেন প্রধান অতিথি।    

 

রিপ্লাই লিখুন:

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন