বিশ্বকাপ রাগবির শিরোপা নিউজিল্যান্ডের

রাগবিতে শিরোপা ধরে রাখার নতুন ইতিহাস গড়ল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের টুইকেনহ্যামে অনুষ্ঠিত ২০১৫ রাগবি বিশ্বকাপের ফাইনালে ৩৪-১৭ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতল তারা।

প্রথম দল হিসেবে ওয়েব এলিস ট্রফি অর্থাৎ রাগবি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কৃতিত্ব এখন তাদের। শনিবার রাগবি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে তিনবার শিরোপা জয়ের মাইলফলক স্পর্শ করল ‘অল ব্ল্যাকসরা’।

এর আগে ২০১১ বিশ্বকাপে শিরোপা জিতেছিল তারা। ১৯৮৭ সালে এই টুর্নামেন্টের প্রথম আসরেই প্রথমবার রাগবি বিশ্বকাপ ট্রফি জিতেছিল অল ব্ল্যাকসরা। এছাড়া দুইবার করে রাগবি বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।

ফাইনালের সেরা খেলোয়াড় হন ইনজুরির কারণে ২০১১ সালের ফাইনাল মিস করা নিউজিল্যান্ডের ড্যান কার্টার।

গত শুক্রবার টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বা ব্রোঞ্জ ফাইনালে দক্ষিণ আফ্রিকা ২৪-১৩ ব্যবধানে হারায় আর্জেন্টিনাকে।

ইংল্যান্ডে আয়োজিত ৪৪ দিনব্যাপী রাগবি বিশ্বকাপের অষ্টম আসরে তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনালসহ মোট ম্যাচের সংখ্যা ছিলো ৪৬টি। এবারের আসরে অংশ নিয়েছিলো মোট ২০টি দল। আগামী ২০১৯ সালে রাগবি বিশ্বকাপের নবম আসরের আয়োজক এশিয়ার দেশ জাপান।

রিপ্লাই লিখুন:

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন