জানেন কি বিশ্বের দীর্ঘতম সেতুর নাম কি? না জানলে এখনই জেনে রাখুন। এই সেতুর নাম দানইয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ। ১৬৪ দশমিক ৮ কিলোমিটার (১২০.৪ মাইল) দীর্ঘ এই সেতু এখন পর্যন্ত গিনেজ বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডসে প্রথম স্থান অধিকার করে আছে।
সেতুটি চীনের বেইজিং-সাংহাই হাই-স্পিড রেলওয়ের একটি অংশ। সাংহাই ও নানজিংকে এই সেতু সংযোগ করেছে। ২০১০ সালে সেতু নির্মাণ শেষ হলেও এটি ২০১১ সালের জুন মাসে উন্মুক্ত করা হয়।
১০ হাজার শ্রমিকের পরিশ্রমে সেতুটি তৈরি করতে সময় লেগেছে প্রায় চার বছর। আর খরচ হয় ৮.৫ বিলিয়ন ডলার। সেতুটির নিচ দিয়ে রয়েছে অসংখ্য ধানক্ষেত, খাল, নদী ও হৃদ রয়েছে।
তথ্যসূত্র : উইকিপিডিয়া