বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। এখানে যেমন জনপ্রিয়তা রয়েছে, তেমনই আছে প্রচুর টাকাও। সকার হিসেবে খ্যাত এই খেলা বিশ্বের অধিকাংশ দেশে অনুষ্ঠিত হয়। দক্ষতা, কৌশল, লক্ষ্য এবং উদযাপনের মাধ্যমে এই লেখা প্রকাশ পায়।
ফুটবলাররা সেলিব্রেটিদের তুলনায় কম আলোচিত নন, কারণ সমগ্র বিশ্বে তাদের নিয়ে আলোচনা হয়। আর তুলনামূলক অধিক বেতনের জন্য সেরা খেলোয়াররা বিশ্বের ধনীদের কাতারেও চলে আসেন।
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল খেলোয়াড় কে? এখানে বিশ্বের শীর্ষ ১০ ধনী ফুটবল খেলোয়াড় ও তাদের মোট সম্পদের পরিমান উল্লেখ করা হলো।
১। ক্রিস্টিয়ানো রোনালদো –৩২১.৫ মিলিয়ন ডলার
২। লিওনেল মেসি – ২৯৫ মিলিয়ন ডলার
৩। নেইমার জুনিয়র – ১৪৮ মিলিয়ন ডলার
৪। জ্লাতান ইব্রাহিমোভিচ – ১৪১ মিলিয়ন ডলার
৫। ওয়েইন রুনি – ১২০ মিলিয়ন ডলার
৬। কাকা – ১০৫ মিলিয়ন ডলার
৭। ইডেন হাজার্ড – ১০০ মিলিয়ন ডলার
৮। স্যামুয়েল ইতো – ৯৫ মিলিয়ন ডলার
৯। রাউল গঞ্জালেস – ৯৩ মিলিয়ন ডলার
১০। রোনালদিনহো – ৯০.৫ মিলিয়ন ডলার
তথ্যসূত্র : ওয়ান্ডার্সলিস্ট