বৈদ্যুতিক মোটর

হোমোপোলার মোটর…! 

ছোটবেলা থেকে চুম্বক কিংবা মোটর নিয়ে অনেক খেলেছি আমরা, কোনো সাউন্ডবক্স নষ্ট হয়ে গেলে এর ভিতর থেকে চুম্বক বের করে দুস্টামি করার মজাটাই আলাদা !! 

আজ আমরা দেখবো কিভাবে ১টি ব্যাটারি, ছোট্ট ১টি চুম্বক ও ১টি সাধারন তামার তার দিয়ে কিভাবে মোটর বানানো যায়…!!

যা যা লাগবেঃ

  • ১টি ব্যাটারি (একটু মাঝারি শক্তির হলে ভালো হয়),
  • ১টি তামার তার,
  • নিওডাইমিয়াম ( Nd )  চুম্বক ( একটি নষ্ট হার্ডডিস্ক খুলে নিওডাইমিয়াম চুম্বক জোগাড় করা যেতে পারে )

 

কিভাবে করতে হবেঃ

  • প্রথমে ব্যাটারিটি নিয়ে এর (+) চিহ্নিত প্রান্তের সাথে চুম্বকটি যোগ করি 
  • এরপর,  তামার তারটিকে চতুর্ভুজের মত আকৃতি করে মাঝের অংশটি ব্যাটারির (-) চিহ্নিত প্রান্তের সাথে যোগ করে নিতে হবে 
  • এবারে, তামার তারের বাকি অংশ ব্যাটারির সাথে যুক্ত চুম্বকটির সংস্পর্শে আনলে চুম্বক সহ তামার তারটি ঘুরতে শুরু করবে 
  • ব্যাটারির শক্তি যত বেশি হবে, মোটরটিও তত বেশি দ্রুত ঘুরবে 

 

যে কারণে এমনটি হলোঃ

তামার তারটি একদিকে চুম্বকের ধনাত্মক প্রান্তের সাথে, অপরদিকে চুম্বকের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হয়ে একটি পূর্ণ সার্কিট তৈরী করে। 

উৎপন্ন এই সার্কিটের ভিতর দিয়ে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, যা চারকোণা  আকৃতির তামার তারটিকে এভাবে ঘুরতে সাহায্য করে। 

তড়িৎ বর্তনীর ( Electric Circuit ) মাধ্যমে বিদ্যুৎ এক স্থান থেকে যাত্রা শুরু করে আবার একই স্থানে ফিরে আসে। 

 

 

 

 

 

 

 

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন