ফোন করতে গিয়ে আমরা অনেক সময়ই ভুল নম্বর ডায়াল করে থাকি। ফলে ফোন চলে যায় কোন রং নাম্বারে।
এবার এই রং নাম্বারে ফোন চলে যাওয়ার ঘটনাটা একটু ভিন্নরকম। টিম পিক নামের এক নভোচারী মহাকাশ থেকে ভুল করে ফোন করলেন রং নম্বরে।
পিক একজন ব্রিটিশ নভোচারী। ডিসেম্বরের ১৫ তারিখ তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছান। সব মিলিয়ে তিনি সেখানে ৬ মাসের মত সময় ধরে অবস্থান করছেন, চালাচ্ছেন বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা।
সম্প্রতি তিনি মহাকাশ থেকেই নিজের বাসায় অর্থাৎ পৃথিবীতে ফোন করেন। কিন্তু অসতর্কতাবশত ফোনটি চলে যায় একটি রং নম্বরে।
পিক জিগ্যেস করেন, ‘হ্যালো। এটা কি পৃথিবী?’
এর পরপরই পিক বুঝতে পারেন তিনি ভুল নম্বরে ডায়াল করেছেন। টুইট করে তিনি এ ব্যাপারে ক্ষমাও চেয়েছেন।
টুইতে তিনি বলেন, “এইমাত্র একজন ভদ্রমহিলাকে ভুলে ফোন করে আমি জিগ্যেস করেছি ‘হ্যালো। এটা কি পৃথিবী?’ এটা কোন দুষ্টামি ছিল না। এটি সত্যিই একটি রং নম্বর।“
বোঝাই যাচ্ছে ফোনটি যে মহিলার কাছে গিয়েছিল তিনি হয়তো খুব বিরক্ত হয়েছেন নতুবা অবাক হয়েছেন। তবে তিনি যদি পিকের টুইটটি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন ফোনটি সত্যি সত্যিই মহাকাশ থিকে করা হয়েছিল।