লেখাপড়া শেষেই কর্মজীবনে প্রবেশ করার স্বপ্ন দেখেন সব শিক্ষার্থী। কিন্তু নিজেকে কীভাবে তৈরি করতে হবে, সেটা অনেকেই জানেন না। এই গুরুত্বপূর্ণ বিষয়টি শিক্ষার্থীদের শেখানো বা জানানোর দায়িত্ব নিয়ে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত লন্ডন গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল আয়োজন করেছে ক্যারিয়ার ডে। ক্যারিয়ার ডে অনুষ্ঠানে ক্যারিয়ার গঠনের উপায়, কাজের প্রতি নৈতিক দায়বদ্ধতা বিষয়ে আলোচনা করা হয়। ক্যারিয়ারে সাফল্য অর্জনের জন্য কি কি গুণাবলী প্রয়োজন তা নিয়ে সুনির্দিষ্ট আলোচনা করা হয় এই অনুষ্ঠানে। এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ কর্মজীবনে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন শিক্ষার্থীদের সাথে। লন্ডন গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলের এই উদ্যোগ বা আয়োজন সত্যিকার অর্থে শিক্ষার্থীদের ভবিষ্যতের পথ চলায় অনুপ্রেরণা যোগাবে।