লেজার ছুঁড়বে ঘড়ি

কার্টুণ বা ত্রিমাত্রিক পর্দায় নয় এবার সত্যি সত্যি লেজার রশ্মি ছুঁড়তে পারে এমন এক ঘড়ি বানিয়েছেন জার্মান উদ্ভাবক প্যাট্রিক প্রিব।

এই ঘড়ি বানানোর উপকরণগুলোও সনিমোর মতই চমকপ্রদ। ঘড়িটির নির্মাতা প্রিবের দাবি, হাতের কাছে পড়ে থাকা ‘জঞ্জাল’ দিয়েই তিনি বানিয়েছেন ওই ঘড়ি।

সংবাদ সংস্থা সিএনএন তাদরে এক প্রতিবেদনে জানিয়েছে, জেমস বন্ড সিনেমার স্পাই গ্যাজেটের মতো বিধ্বংসী না হলেও, অসাবধান হলে ব্যবহারকারীর হাতের চামড়া পুড়তে পারে এতে।

ইউটিউবে পোস্ট করা ভিডিওতে ঘড়ি থেকে লেজার ছুঁড়ে বেলুন, ম্যাচ আর কমপ্যাক্ট-ডিস্ক কেইস জ্বালিয়ে এর কার্যক্ষমতাও দেখিয়েছেন প্রিব।

পাঁচ দিন আগে পোস্ট করা এই ভিডিও এরমধ্যেই প্রায় সাত লাখ দর্শক দেখেছেন।

তবে এই ঘড়ি বিক্রির জন্য নয় বলে জানিয়েছেন প্রিব।

এ প্রসঙ্গে তিনি বলেন, “সবক্ষেত্রেই কিছু সীমাবদ্ধতা রয়েছে, আমি সবসময়ই বলেছি যে আমি অস্ত্র নয়, শুধু খেলনা তৈরি করে থাকি।”

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন