সাইট স্ক্রিন

শুরু হয়ে গেছে ২০১৫ বিশ্বকাপ ক্রিকেট, আর এই জমকালো খেলার আসর নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে উন্মাদনার শেষ নেই। যার যার প্রিয় দল নিয়ে তর্ক-বিতর্ক চলছেই। এর পাশাপাশি আমরা দিয়ে যাচ্ছি ক্রিকেট সম্পর্কীয় কিছু মজার সাধারণ তথ্য।

ক্রিকেটের মাঠে সবসময় বোলারের পেছনে বাউন্ডারির বাইরে একটা পর্দা দেখা যায়। এই পর্দাটিকে বলা হয় সাইট স্ক্রিন (Sight Screen), অবশ্য অনেকেই একে সাইড স্ক্রিন (Side Screen) বলে থাকলেও এর সঠিক নাম সাইট স্ক্রিন। Sight অর্থ দৃষ্টি, অর্থাৎ এর নাম থেকেই বোঝা যায় যে এর কাজ খেলায় দৃষ্টি সম্পর্কীয় কিছু।

একটি ক্রিকেট বল আয়তনে খুব একটা বড় নয় আর এই ছোট আয়তনের গোলাকার বস্তুটি যখন ঘণ্টায় ৮০-১০০ কিঃ মিঃ বেগে ব্যাটসম্যানের দিকে ছুটে আসে তখন অনেক সময় ব্যাটসম্যান একে দেখতেই পান না। বোলার যদি ফাস্ট বোলার হয়ে থাকেন তাহলে তো কথাই নেই। ক্রিকেট পিচ ২২ গজ হয়ে থাকে। আর বল যদি ১৪০ কিঃ মিঃ বেগে ছুটে আসে তাহলে ব্যাটসম্যানের কাছে আসতে সময় লাগবে ০.৫ সেকেন্ড। একে তো বলের গতি, তার ওপর বাউন্ডারির ওপাশে বিভিন্ন রঙের জিনিসের কারণে বলের রঙ খুঁজে পাওয়া দায় হয়ে পড়ে। সমস্যা শুধু এই একটা না, বোলারের জার্সি যদি সাদা হয়, আর বলের রঙও যদি সাদা হয়, তাহলেই হয়েছে! ব্যাটসম্যান বল দেখার  আগেই বল স্ট্যাম্প দেখতে পাবে। এছাড়াও আম্পায়ার যদি সাদা শার্ট পড়েন তাহলে তো আরেক সমস্যা ! এসব কারণেই বোলারের পেছনে এই পর্দা রাখা হয় যাতে বলের রঙ সাইট স্ক্রিন এর রঙের সাথে যেন মিলে না যায় এবং বল দেখতে পাওয়া সহজ হয়।

আইসিসির বিধিমালা অনুযায়ী যেদিক থেকে বোলিং করা হবে সেদিকের সাইট স্ক্রিন কোনোরকম বিজ্ঞাপন বা লোগো থাকবে না। এমনকি সাইট স্ক্রিনের পিছনে কাউকে বসতেও দেয়া হয় না। সাইট স্ক্রিনের আশেপাশে কোনো প্রতিফলিত( Reflective ) বস্তু রাখা হয় না কেননা বস্তুর উপর আলো পড়ে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে পারে।

Hawk – Eye : প্রাথমিকভাবে ২০০১ সালে ‘রক ম্যনর রিসার্চ লিমিটেড’ এর বিজ্ঞানীরা এই প্রযুক্তির উদ্ভাবন করে। ‘রক ম্যনর রিসার্চ লিমিটেড’ ইংল্যন্ডের হাম্পশায়ারে অবস্থিত। পরে এই প্রযুক্তিকে আলাদা ভাবে ‘হক আই ইনভেশন্স লিমিটেড’এ স্থানান্তর করা হয়।

Read Also

 

 

একদিনের আন্তর্জাতিক ম্যাচে সাধারণত সাদা রঙের বল দিয়ে খেলা হয়। ইদানিং টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচ বেশ জনপ্রিয়তা পেয়েছে, এ
ম্যাচেও বলের রঙ থাকে সাদা। তাই এসব ম্যাচে পর্দার রঙ হয় কালো। আর আমরা সবাই জানি যে কালোর মাঝে সাদা খুঁজে পাওয়া খুবই সহজ। আবার টেস্ট ম্যাচ সাধারণত লাল বল দিয়ে খেলা হয়, তাই এসব ম্যাচে পর্দার রঙ হয় সাদা। 

 

অনেক বিখ্যাত ব্যাটসম্যানই সাইট স্ক্রিন নিয়ে খুব খুঁতখুঁতে, বিশেষ করে লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। সাইট স্ক্রিন তাঁর মনমতো না হওয়া পর্যন্ত তিনি ব্যাটিং শুরুই করতেন না। তিনি তার একটি ইন্টারভিউতে বলেছেন " যদি সাইট স্ক্রিন খারাপ হয় তবে ব্যাটসম্যানের বলটা দেখতে কিছুটা সময় লাগবে। এই কিছুটা সময়ের জন্য ব্যাটসম্যান একটু দেরীতে ব্যাটে বল লাগায় " ।  ডেল স্টেইন কিংবা মিশেল জনসন এর মতো বোলারদের বল খেলা সোজা কথা নয়। বিশেষ করে ডেল স্টেইনের বল দ্রুতগামী হওয়ার পাশাপাশি বাউন্সারও হয়, যার ফলে তাঁর বল বরাবরই বেশ বিপজ্জনক। আর এসব বলে যদি সাইট স্ক্রিন না থাকে, তাহলে ব্যাটসম্যান বল দেখতেই পাবেন না এবং বল স্ট্যাম্পে লাগা তো পরের কথা, যেকোনো ভাবে শরীরে লেগে ব্যাটসম্যান মারাত্মক আহত হতে পারেন। এসকল কারণে ক্রিকেটে সাইট স্ক্রিন খুবই দরকারী।

          অবশেষে, তোমাদের জন্য একটি সুখবর ! Champs21 থেকে প্রকাশিত সব মজার মজার লেখা তোমরা তোমাদের Android মোবাইলে দেখতে পারবে। এর জন্য তোমার Android মোবাইলের Google Play Store এ চলে যাও এবং Install করে নাও Champs21 অ্যাপটি।   

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন