প্রযুক্তিবিশ্ব এখন সর্ববৃহৎ ইলেক্ট্রনিক শো সিইএস ২০১৮ এর দিকে তাকিয়ে। এবারের সিইএস ঘিরে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ ও আধুনিক প্রযুক্তিপণ্য নিয়ে হাজির হচ্ছে। আর সেখানেই চমক এনেছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি জায়ান্ট ১৪৮ ইঞ্চির টেলিভিশন আনার ঘোষনা দিয়েছে। এটি বিশ্বের প্রথম মডুলার অর্থাৎ বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তনযোগ্য টেলিভিশন।
৪কে প্রযুক্তির এই টেলিভিশনটিতে ব্যবহার করা হয়েছে মাইক্রোএলইডি প্রযুক্তি যা ছবিকে আরও সুন্দর করবে। নতুন এই প্রযুক্তি ব্যাকলাইট ছাড়াই নিজস্ব লাইট ব্যবহার করে। ফলে আগের থেকে ছবি বা ভিডিও আরও স্বচ্ছ ও উজ্জ্বল দেখাবে।
‘দ্য ওয়াল’ নামের এই টেলিভিশন বেজেল-লেস ডিজাইনের। মডুলারনির্ভর টেলিভিশন হওয়ার কারণে ক্রেতারা নিজেদের পছন্দের আকার অনুযায়ী টেলিভিশনটি তৈরি করে নিতে পারবে। তবে এখন পর্যন্ত টেলিভিশনটি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
এখন পর্যন্ত এটি ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে, তবে শিগগিরই বাণিজ্যিকভাবে বাজার ছাড়ার পরিকল্পনাও রয়েছে স্যামসাংয়ের।
ম্যাশেবল অবলম্বনে