২০১৪ সালের সেরা ক্রিকেট একাদশের তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান । এই বছরে হওয়া টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি সব ফরম্যাট মিলিয়ে তুলনামূলকভাবে ভাল পারফর্ম করা ক্রিকেটাররা এ তালিকায় স্থান পেয়েছেন। তাদের নাম এবং ২০১৪ সালে খেলা ইনিংসগুলোর পরিসংখ্যান দেয়া হল-
১। ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
টেস্ট: ৬৮.৫০ গড়ে ১০৯৬ রান
ওয়ানডে: ৩৬.৯ গড়ে ৪০৬ রান
টু-টুয়েন্টি: ৩৬.৮ গড়ে ১৮৪ রান
মোট: ৫২.৬৮ গড়ে ১৬৮৬ রান
২। হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)
টেস্ট: ৬৬.৭ গড়ে ৬৬৭ রান
ওয়ানডে: ৫২.৪৭ গড়ে ৮৯২ রান
টু-টুয়েন্টি: ২৭.২৮ গড়ে ১৯১ রান
মোট: ৫১.৪৭ গড়ে ১৭৫০ রান
৩। কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)
টেস্ট: ৭৯.৫ গড়ে ১৪৩১ রান
ওয়ানডে: ৪৬.৫১ গড়ে ১২৫৬ রান
টু-টুয়েন্টি: ১৯.৮৩ গড়ে ১১৬ রান
মোট: ৫৫.০১ গড়ে ২৮০৬ রান
৪। স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
টেস্ট: ৭৮.৩৩ গড়ে ৯৪০ রান
ওয়ানডে: ৪৯.১৮ গড়ে ৫৪১ রান
টু-টুয়েন্টি: ৩ গড়ে ৩ রান
মোট: ৬১.৮৩ গড়ে ১৪৮৪ রান
৫। ইউনুস খান (পাকিস্তান)
টেস্ট: ৬৬.৫০ গড়ে ১০৬৪ রান
ওয়ানডে: ২৭.১৬ গড়ে ১৬৩ রান
মোট: ৫৫.৭৭ গড়ে ১২২৬ রান
৬। অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক, শ্রীলঙ্কা)
টেস্ট: ৮০.৩০ গড়ে ১০৪৪ রান / ৪৪.৮৫ গড়ে ৭ উইকেট
ওয়ানডে: ৬২.২০ গড়ে ১২৪৪ রান / ৩৬.১৬ গড়ে ১৮ উইকেট
টু-টুয়েন্টি: ২১ গড়ে ১২৬ রান / ২৩.১৬ গড়ে ৬ উইকেট
মোট: ৬১.৮৯ গড়ে ২৪১৪ রান / ৩৫.৬১ গড়ে ৩১ উইকেট
৭। এ বি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক, দক্ষিণ আফ্রিকা)
টেস্ট: ৫১.৭৫ গড়ে ৬২১ রান
ওয়ানডে: ৭৩.২৫ গড়ে ৮৭৯ রান
টু-টুয়েন্টি: ২৮ গড়ে ১৪০ রান
মোট: ৫৬.৫৫ গড়ে ১৬৪০ রান
৮। মিচেল জনসন (অস্ট্রেলিয়া)
টেস্ট: ২১.৯২ গড়ে ৪২ উইকেট
ওয়ানডে: ৩০.৮৫ গড়ে ১৪ উইকেট
মোট: ২৪.১৬ গড়ে ৫৬ উইকেট
৯। রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)
টেস্ট: ২৭.১৭ গড়ে ৫৬ উইকেট
ওয়ানডে: ২৬.৫৩ গড়ে ১৩ উইকেট
টু-টুয়েন্টি: ৮.৮৩ গড়ে ৫ উইকেট
মোট: ২৫.৬০ গড়ে ৭৫ উইকেট
১০। ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)
টেস্ট: ১৮.৩৩ গড়ে ৩৯ উইকেট
ওয়ানডে: ২৬.৫৪ গড়ে ২২ উইকেট
টু-টুয়েন্টি: ১৭ গড়ে ৯ উইকেট
মোট: ২০.৭৪ গড়ে ৭০ উইকেট
১১। জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)
টেস্ট: ২২.১৫ গড়ে ৪০ উইকেট
ওয়ানডে: ২৯ গড়ে ১২ উইকেট,
মোট: ২৩.৭৩ গড়ে ৫২ উইকেট ।