বাংলাদেশে শিশুমৃত্যুর একটি বড় কারণ সাঁতার না জানা। তাই নিরাপদ থাকার জন্য যত ঝক্কিই হোক না কেন, কাজকর্মের ফাঁকে সময় বের করে সাঁতারটা শিখে নেয়া উচিত।
শুধু যে সাবধানতা, তা নয়। চিকিৎসকদের মতে সাঁতার একটি ভাল ব্যায়াম। শরীর ঝরঝরা রাখতে কিংবা মন প্রফুল্ল রাখতেও এটি সহায়ক। সাঁতার শেখার জন্য ঢাকার বিভিন্ন স্থানে আছে বেশ কয়েকটি সুইমিং পুল। জেনে নিন, কো
থায় কোথায় সাঁতার শেখা যায়।
হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও
সোনারগাঁও হোটেলে সাঁতার শেখার দুটো ভিন্ন কোর্স আছে। ৬ থেকে ১২ বছরের শিশুদের জন্য মাসিক খরচ ১৭,৫০০ টাকা। বয়স ১২ বছরের উর্ধ্বে হলে মাসিক খরচ ২১,৫০০ টাকা। একই পরিবারের একাধিক সদস্য সাঁতার শিখলে থাকছে জনপ্রতি ২০০০ টাকা ছাড়। মাসে ক্লাস হয় মোট ১৬ টি। ফোন: ৮১৪০৪০১
হোটেল রূপসী বাংলা
অনুর্ধ্ব ১৬ বছরের জন্য খরচ পড়বে ১৩০০০ টাকা, বাকিদের জন্য ১৪০০০ টাকা। ফোন: ৮৩৩০০০১
ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং পুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য মাসে খরচ ১০০ টাকা। বহিরাগতদের জন্য ২০০০ টাকা। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন কোর্স আছে। একেকটি কোর্সে একেক রকম ফী। ফোন: ০১৭১৯৮৭৮৯৪৮
ঢাকা স্টেডিয়াম সুইমিং পুল
এখানে সাঁতার শেখার জন্য মাসিক খরচ ২০০০ টাকা। ফোন: ০১৭১২৬০৪৯৫২
অফিসারস ক্লাব সুইমিং পুল
অফিসারস ক্লাবের সুইমিং পুলটি ঢাকার বেইলি রোডে অবস্থিত। এখানে সাঁতার শেখার জন্য আপনাকে দিতে হবে ৩০০০ টাকা। সপ্তাহে ৬ দিন করে মোট ১৬ দিনের প্রশিক্ষণ। ফোন: ০১৯১৩৮৫৫১৮১
মিরপুর সুইমিং কমপ্লেক্স
মিরপুর সুইমিং কমপ্লেক্সে কোর্স ফী ২৫০০ টাকা