মঙ্গলগ্রহে কোন প্রাণী বাস করে কি না বা কোনকালে কোন প্রাণী বসবাস করতো কি না, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে জল্পনা-কল্পনার শেষ নেই।
অনেকদিন ধরেই তারা ধারণা করে আসছেন যে মঙ্গলে থাকতে পারে কোন প্রাণীর বসবাস। এবার যেন সেই ধারণা আরও জোরদার হয়েছে। মঙ্গলের পৃষ্ঠে এবার মানুষের খুলি সাদৃশ্য একটি বস্তুর দেখা মিলেছে।
সম্প্রতি ইউটিউবে আপলোড করা একটি ভিডিওতে দেখা যায় মানুষের খুলি আকৃিতর একটি বস্তু। খুলি আকৃতির বস্তুটি মঙ্গলপৃষ্ঠের বালিতে বেশ খানিকটা ডুবে আছে।
ইউএফও সাইটিংস ডেইলি (UFO Sightings Daily)-এর মতে, পাথরটি মানুষের মাথার খুলি হবার ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে।
তবে বিস্ময়ের ব্যাপার হচ্ছে খুলিটি সাধারণ মানুষের খুলির চাইতে আকারে ১৫-২০ শতাংশ বড়। এর থেকে ধারণা করা হচ্ছে খুলিটি যার ছিল সে ৯ থেকে ১০ ফুট লম্বা ছিল।
ছবিটি তোলা হয়েছিলো বেশ কয়েক বছর আগে মহাকাশযান স্পিরিটের প্যানোরমিক ক্যামেরায়। তবে মঙ্গলগ্রহে প্রায় ৬ বছর গবেষণা কার্যক্রম চালানোর পর ২০১০ সালে নাসা যানটির সাথে সমস্ত যোগাযোগ হারিয়ে ফেলে।