জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক সংস্থাটি ২০১৬ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বা বিশ্ব সুখী প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদন অনুসারে বিশ্বের সবচাইতে সুখী ১০টি দেশের তালিকা প্রদান করা হল।
১। ডেনমার্ক
গত বছর ৩য় অবস্থানে থাকলেও এবছরের তালিকায় বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে ১ নম্বরে চলে এসেছে ডেনমার্ক।
২। সুইজারল্যান্ড
গত বছর ১ নম্বরে থাকা সুইজারল্যান্ড এবার চলে এসেছে ২য় অবস্থানে।
৩। আইসল্যান্ড
৪। নরওয়ে
৫। ফিনল্যান্ড
৬। কানাডা
৭। নেদারল্যান্ড
৮। নিউজিল্যান্ড
৯। অস্ট্রেলিয়া
১০। সুইডেন
২০১১ সালের জুলাইয়ে জাতিসংঘের নির্দেশে এই বিশ্ব সুখী তালিকা প্রকাশের কাজ শুরু হয়। এপ্রিল ২, ২০১২ সালে প্রথম বিশ্ব সুখী তালিকা প্রকাশিত হয়। এরপর থেকে প্রতিবছরই এই তালিকা প্রকাশ হয়ে আসছে।
এবছর ১৫০টি দেশের উপর জরীপ করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মূলত ৬টি বিষয়ের উপর নির্ভর করে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এগুলো হচ্ছেঃ মাথাপিছু আয়, সামাজিক নিরাপত্তা, প্রত্যাশিত গড় আয়ুষ্কাল, জীবনের সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা, মানুষের মাঝে উদারতা বা মহত্ত্ব এবং বিশ্বাস বা কম দুর্নীতি। বাংলাদেশের অবস্থান এই তালিকার ১১০ নম্বরে।