বিলাসবহুল ও বহুমূল্য স্পোর্টস গাড়ি কাতারের রাস্তায় এক পরিচিত দৃশ্য। শুধু কাতারই নয়, মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, কুয়েতেও প্রচুর দেখা যায় বিলাসবহুল গাড়ি। লিমিটেড এডিশন ফেরারি বা লেটেস্ট মডেলের মার্সিডিজ এদের কাছে সাধারণ গাড়ি। এমনকি দুবাইয়ের পুলিশও ব্যবহার করে ল্যাম্বরগিনির স্পোর্টস গাড়ি।
দামি দামি এসব গাড়িগুলো সাধারণত ইউরোপ থেকেই আমদানি করে থাকে কাতার। কিন্তু এবছর ঘটেছে তার ব্যতিক্রম। ‘ইলিব্রিয়া’ নামে নতুন একটি কন্সেপ্ট কারের নকশা করেছে কাতার এবং এর প্রায় পুরোটুকুই তৈরি করা হয়েছে কাতারে। খবর সিএনএন’র।
দোহায় অনুষ্ঠিত ১৬তম বার্ষিক কাতার মোটর শো’তে উন্মোচন করা হয় এই গাড়ির গোল্ড প্রোটোটাইপ। গাড়িটিতে রয়েছে ৫২৫ হর্সপাওয়ারের ভি-৮ ইঞ্জিন।
পাকিস্তানি বংশোদ্ভূত ২৭ বছর বয়সী আব্দুল ওয়াহাব জিয়াউল্লাহ নকশা ও নির্মাণ করেছে এই গাড়িটি।
গাড়িটি নির্মাণে আর্থিক অনুদান দেয়া আলি বিন আলি গ্রুপের কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার জানান, আমরা পরবর্তীতে বাণিজ্যিকভাবে গাড়িটি নির্মাণ করার কথা ভাবছি। এটা এমন কোন গাড়ি নয় যেটা শুধুমাত্র প্রোটোটাইপ হয়েই থাকবে।
গাড়িটির অত্যাধুনিক নকশা এবং ‘মেড ইন কাতার’ লেখা দেখে মেলার সবাইকেই অভিভূত হতে দেখা গিয়েছে।