অ্যাপলের পরবর্তী স্মার্টফোন আইফোন ৭ এর সাথে থাকতে পারে তারবিহীন হেডফোন। সম্প্রতি অ্যাপলের তারবিহীন হেডফোনের পেটেন্ট করার কারণে সবাই এমনটাই ধারণা করছেন বলে জানিয়েছে সিএনএন।
নতুন পেটেন্ট অনুযায়ী তৈরি হেডফোনটি তারবিহীন এবং তারযুক্ত দুটোই হবে। দুই কানের সাথে এমন ফোনের সাথে আলাদা আলাদা দুটি তার থাকবে যেগুলো পৃথক থাকতে পারবে এবং প্রয়োজনে চুম্বক দ্বারা জোড়া দেয়া যাবে। অর্থাৎ হাইব্রিড এই হেডফোন চাইলেই সংযুক্ত করা যাবে, প্রয়োজনে আলাদা করেও রাখা যাবে।
তবে অনেকে মনে করছেন নতুন এই হেডফোন সম্পূর্ণ তারবিহীন হবে এবং ব্লুটুথ সংযোগের মাধ্যমে চালানো হবে। তবে যেহেতু অ্যাপলের সব মিউজিক ডিভাইসে ব্লুটুথ নেই তাই এই সম্ভাবনা বেশ কম বলেই মনে হচ্ছে।
অ্যাপল সর্বশেষ তাদের হেডফোন আপগ্রেড করেছিল ২০১২ সালে। তাই শীঘ্রই নতুন ডিজাইনের হেডফোন আসবে বলে মনে করা হচ্ছে। আর বরাবরের মতই এবারও চমক থাকবে বলেই সবাই আশা করছে।