ব্রিটেনের রাজপরিবারে এসেছে নতুন সদস্য। প্রিন্স উইলিয়াম আর কেট উইলিয়ামের একটি কন্যাসন্তান হয়েছে যার নাম রাখা রয়েছে শারলেট এলিজাবেথ ডায়ানা।
ব্রিটেনের বর্তমান রাণী এলিজাবেথের নামানুসারে শিশুর মাঝখানের নাম রাখা হয়েছে আর তার প্রয়াত দাদীর প্রতি সম্মান জানিয়ে তার নামের শেষাংশে রাখা হয়েছে ডায়ানা। প্রিন্সেস ডায়ানা ১৯৯৭ সালে প্যারিসে একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান।
অবশ্য শারলেটের জন্মের সময় রাজকীয় এক সফরে বাইরে ছিলেন রাণী এলিজাবেথ। কিন্তু বাড়ি ফিরে আর দেরি করেননি। সদ্যভূমিষ্ঠ নাতনীকে দেখতে চলে যান সেন্ট মেরি হাসপাতালে। নাতনীকে কলে তুলে নেন, সময় কাটান প্রায় আধা ঘণ্টা।
প্রিন্স উইলিয়াম, কেট, শারলেট আর তার বড় ভাই ২ বছর বয়সী প্রিস জর্জ এখন কেনসিংটন প্যালেসে আছেন। তবে শীঘ্রই তারা সান্ড্রিংহাম এস্টেটে ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে।
সান্ড্রিংহাম এস্টেটের এনমার হলে সময় কাটানোর জন্য প্রিন্স উইলিয়াম তার কাজ থেকে ২ সপ্তাহের ছুটি নেবেন বলে জানা গেছেন। উইলিয়াম পেশায় একজন এয়ার এ্যাম্বুলেন্স পাইলট। তবে মা কেট আরও অনেকদিনের জন্য ছুটি নেবেন বলেই আশা করা যাচ্ছে। মেয়েকে তার একটু বেশিই সময় দেয়া উচিত।
তবে ডায়ানা নাম রাখা নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছে। প্রিন্সেস ডায়ানার চিফ অফ স্টাফ প্যাট্রিক জেফসন এ ব্যাপারে জানিয়েছেন, ‘আসলে প্রিন্সেসের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই এটা করা হয়েছে। তিনি বেঁচে থাকলে তার নাতনীকে অসম্ভব আদর করতেন।
তিনি যে একজন অসাধারণ দাদি হতেন তাতে কোন সন্দেহ নেই। তবে প্রিন্সেস শারলেট যে আসলেই একজন রাজকুমারী সেটা তাকে একমুহূর্তের জন্যও কেউ ভুলতে দেবে না’।