১৪৪ বছর পর

আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ১৪৪ বছর পর দেখা পাওয়া গিয়েছে একটি কালো ভল্লুকের- মঙ্গলবার এমনটাই জানিয়েছে রাজ্যের একজন বন্যপ্রাণী কর্মকর্তা।

ইন্ডিয়ানার ডিপার্টমেন্ট অফ ন্যাচারাল রিসোর্সেস এক বিবৃতিতে জানিয়েছে, পায়ের ছাপ এবং ফেলে যাওয়া মলের ধরণ দেখে বোঝা যাচ্ছে এটি একটি কমবয়সী পুরুষ কালো ভল্লুক। মিসিগান থেকে গত সপ্তাহে এটি ইন্ডিয়ানায় চলে এসেছে।

ইন্ডিয়ানার বন্যপ্রাণী কর্মকর্তা মিশ মার্কাস বলেন, ‘মিশিগান লেকশোরের একটা কালো ভল্লুক এতো দক্ষিণে এসে পড়াটা সত্যিই খুব অস্বাভাবিক’।

১৮৭১ সালের পর ইন্ডিয়ানায় কোন বন্য ভল্লুকের দেখা এই প্রথম। তবে ভল্লুকটির জন্য কোন সতর্কবার্তা জারি করেনি স্থানীয় প্রশাসন।

শিকাগোর ৭০ মাইল দক্ষিণপূর্বে ভল্লুকটির পায়ের ছাপ এবং মল পাওয়া গিয়েছে। বসন্তকালে কমবয়সী ভল্লুকগুলো নতুন স্থানের সন্ধানে এরকম ঘুরে বেড়ায় বলে জানা গেছে।

কালো ভল্লুক ইন্ডিয়ানার একটি প্রাচীন অধিবাসী। কিন্তু সেটা বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে এবং ইন্ডিয়ানা রাজ্য আইন করে প্রাণীটি রক্ষা করার চেষ্টা করছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন