এ বছর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত সিইএস বা কনজ্যুমার ইলেক্ট্রনিক শো’তে প্রদর্শন করা হয় বিশ্বের প্রথম ‘স্মার্টজুতা’।
স্মার্টকার বা স্মার্টওয়াচের মত এই স্মার্টজুতাও আপনি আপনার স্মার্টফোন অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। এই জুতায় একটি বিল্ট-ইন হিটিং সিস্টেম থাকবে যার মাধ্যমে শীতের দিনেও আপনি আপনার পা গরম রাখতে পারবেন।
ডিজিটসোল নামের এই জুতার নির্মাতা প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানান, এই জুতা ১১০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা তৈরি করতে পারবে। এতে শীতের দিনে আর অতিরিক্ত মোজা পরার প্রয়োজন হবে না।
এই জুতায় ফিতা বাঁধার কোন ঝামেলা নেই। অ্যাপ থেকে নিয়ন্ত্রণ করেই পায়ের আকার অনুযায়ী জুতা টাইট এবং ঢিল করা যাবে।
সিঙ্ক করা স্মার্টফোন অ্যাপটিতে সেন্সরের মাধ্যমে হাঁটার দূরত্ব, কদমের সংখ্যা এবং খরচ হওয়ার ক্যালরির পরিমাণ এসব তথ্য চলে যাবে। জুতার সোল কতটুকু ময়লা হয়েছে এবং সেটা পরিষ্কার বা পাল্টাতে হবে কিনা সেটাও এই সেন্সর বলে দেবে।
এই জুতার সামনে একটি করে প্রোজেক্টর লাইটও আছে যেটা অন্ধকারে হাঁটার সময় ব্যবহার করে সহজে হাঁটা যাবে।
তবে এই স্মার্টজুতার ডিজাইন অনেকের পছন্দ নাও হতে পারে এটা চিন্তা করে প্রতিষ্ঠানটি আরও ফ্যাশনেবল জুতা তৈরি করার পরিকল্পনা করছে। নারীদের জন্যও আলাদা ডিজাইনের জুতা তৈরি করা হবে।
এ বছরের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের বাজারে এই স্মার্টসু ছাড়বে ডিজিটসোল। দাম পড়বে ৪৫০ ডলার।