বাজারে উইন্ডোজ ফোনের জনপ্রিয়তা বাড়ানোর জন্য যখন মােবাইল নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া উঠেপড়ে লেগেছে তখনি উইন্ডোজ ফোন বাজারে ছাড়ার ঘোষণা দিল ‘ভায়ো’। জাপানের এই কম্পিউটার তৈরিকারী প্রতিষ্ঠানের বাজারে আনা দ্বিতীয় স্মার্টফোন এটি। এই স্মার্টফোনটির নাম দেয়া হয়েছে ‘ভায়ো ফোন বিজ’।
যারা নোকিয়ার প্লাস্টিকের ফোন ব্যবহার করতে চাইছেন না তাদের জন্য এই ফোন একটি ভালো বিকল্প হতে পারে। ভায়োর আইকনিক ল্যাপটপের মতই এই ফোন সিলভার রঙের এবং অ্যালুমিনিয়ামের তৈরি।
মূলত ব্যবসায়ীদের উদ্দেশ্য করে নির্মিত এই স্মার্টফোনে রয়েছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। থাকছে ৩ জিবি র্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল মেমরি, সেই সাথে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করার সুবিধা। কোয়ালকম স্ন্যাপড্রাগ্রন ৬১৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনে।
ফোন বিজ স্মার্টফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটির ব্যাটারি ২৮০০ মিলিঅ্যাম্পায়ার।
এপ্রিল মাস নাগাদ জাপানের বাজারে ৫০ হাজার ইয়েন বা ৪৩০ মার্কিন ডলারে ছাড়া হবে এই ফোন। তবে বাইরে কবে এই ফোন পাওয়া যাবে সেটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।