জিপিএস সিস্টেম

বর্তমান এই ডিজিটাল যুগে হাতে স্মার্ট ফোন নেই এমন মানুষ পাওয়াটাই দুর্লভ। কারণ এই স্মার্ট ফোন শুধু দেখতেই সুন্দর নয় এর ফিচারগুলো আমাদের জীবনকে যে কতটা সহজ করেছে তা বলাই বাহুল্য। আমাদের স্মার্ট ফোনের Setting Option এর কমন ফিচার এর সাথে আমরা সবাই পরিচিত তা হল জিপিএস সিস্টেম।

জিপিএস সিস্টেম

গ্লোবাল পজিশনিং সিস্টেম( Global Positioning System ) এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে  জিপিএস। সত্তর দশকের শুরুর দিকে এই সিস্টেমের প্রথম উদ্ভব ঘটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। প্রথম দিকে এর ব্যবহার ছিল পুরোপুরি সামরিক। পরবর্তীতে জনসাধারণের ব্যবহারের সুবিধার জন্য উন্মুক্ত করা হয়। 

জিপিএস হল কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। এর কাজ হচ্ছে যে কোন আবহাওয়াতে দুনিয়ার যেকোনো চলমান অবস্থান আর সময়ের তথ্য সরবরাহ করা। জিপিএস এক ধরনের একমুখী ব্যবস্থা। কেননা ব্যবহারকারীগণ উপগ্রহ প্রেরিত সংকেত শুধুমাত্র গ্রহণ করতে সক্ষম।

আগে মানচিত্র, কম্পাস, স্কেল ইত্যাদির সাহায্যে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ মেপে অবস্থান নির্ণয় করা হতো। তাই, এই অবস্থান নির্ণয়ের উন্নতি করার ক্ষেত্রে বিজ্ঞানীরা নতুন প্রযুক্তির উদ্ভাবন করলেন যার নাম Global Positioning System বা সংক্ষেপে GPS। GPS এর সাহায্যে খুব সহজে নিখুঁতভাবে পৃথিবীর কোন স্থানের অবস্থান সম্পর্কে জানা যায়।

৩২ টি স্যাটেলাইট ও GPS রিসিভার দিয়ে GPS System গঠিত। ৩২টি স্যাটেলাইটের মধ্যে প্রতিনিয়ত ২৪টি সক্রিয় অবস্থায় থাকে। ভূপৃষ্ঠ থেকে ২০০০০ কিলোমিটার উপরে ৬টি অরবিটে ২৪টি স্যাটেলাইট পৃথিবীর চারিদিকে ২৪ ঘন্টায় ২ বার করে ঘুরছে।

Global Positioning System এর উন্নত রূপ হচ্ছে Differential GPS। এই সিস্টেমে মহাশূন্যের স্যাটেলাইট ছাড়াও ল্যান্ড স্যাটেলাইট থেকেও তথ্য নেওয়া হয়। অনেক জিপিএস সফটওয়্যারে ( জিপিএস ম্যাপ ) রাস্তাঘাট ছাড়াও পেট্রোল পাম্প, পুলিশ স্টেশন, হোটেল/রেস্টুরেন্ট, পর্যটন স্থান, ডিপার্টমেন্টাল স্টোর ইত্যাদির তথ্য দেয়া থাকে। বর্তমান অবস্থানের আশেপাশে উল্লিখিত কোন কিছু থাকলে জিপিএস ডিভাইসের ডিসপ্লেতে তা প্রদর্শন করে।

গাড়ি, মোবাইল, জাহাজ, প্লেন ছাড়াও বড় বড় শহরে ট্রাফিক নিয়ন্ত্রনে, যুদ্ধে শত্রুসেনার ট্রেকিং রাখতে, বোমা-মিসাইলের নিশানাকে সঠিক করতে, কোন বিশেষ স্থানের উপর নজর রাখতে GPS সিস্টেম ব্যবহার হয়।

তবে বর্তমানে জিপিএস এর যে বিষয় টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে তা হল মনোবিজ্ঞানে জিপিএস।       

মস্তিষ্কে রক্তক্ষরণ এবং স্মৃতিভ্রংশ বা আলঝেইমার’স রোগের কারণে কীভাবে মস্তিষ্কের স্বাভাবিক কার্যপদ্ধতি ব্যাহত হয়, সেই রহস্যের সূত্রও খুঁজছেন স্নায়ু বিজ্ঞানীরা। বিজ্ঞানী জন ও’কিফ মস্তিষ্কের একটি অভ্যন্তরীণ জিপিএস খুঁজে পেয়েছেন, যার মাধ্যমে জানা সম্ভব আমরা কোথায় আছি এবং যাওয়ার পথ কোনটা। তিনি আরও বলেন আমাদের মস্তিষ্কে বিশেষ কিছু কোষ আছে, যারা স্থান পরিবর্তনের সাথে সাথে আলোড়িত হয়, এদেরকে বলে স্থানিক কোষ বা  Place Cells

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন