আপনি একদিকে যেমন অ্যাপল পণ্য ভালোবাসেন, তেমনই পকেটের টাকার প্রতি ভালোবাসা কিংবা সামর্থ্যের বিষয়টিও আপনার মাথায় থাকে। এটি সকল ক্রেতার ক্ষেত্রেই প্রযোজ্য। আর তাই ইচ্ছা থাকলেও অনেকে অ্যাপল পণ্য কিনতে পারেন না।
তবে অ্যাপল এবার অধিক মানুষের কাছে তাদের পণ্য পৌছে দিতে পরিকল্পনা করছে। তারই ধারাবাহিকতায় এ বছরের শেষ দিকে কমদামি ম্যাকবুক এয়ার আনতে পারে সিলিকন ভ্যালির এই প্রযুক্তি জায়ান্ট।
৫টু৯ম্যাকে দেয়া সাক্ষাতকারে কেজিআই সিকিউরিটিজের বিশ্লেষক মিং-ছি কু বলেন, ২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকে কমদামি ম্যাকবুক এয়ার উন্মোচনের পরিকল্পনা করছে অ্যাপল।
বর্তমানে স্পেসিফিকেশন অনুযায়ী অ্যাপলের ১৩ ইঞ্চি ম্যাকবুক এয়ার ৯৯৯ ডলার অথবা ১,১৯৯ ডলারে বিক্রি করা হয়। অনেকেই এই দামে ম্যাকবুক কিনতে পারেন না। অ্যাপল তাদের সবচেয়ে জনপ্রিয় এই ল্যাপটপটির আরও প্রসার চায়। তাই দাম কমানোর এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।
শুধু ম্যাকবুক এয়ার’ই নয়, এবছর নতুন এয়ারপড আসছে। এটিও কমদামি সংস্করণের হতে পারে। তবে এখন দেখার বিষয় অ্যাপল কীভাবে তাদের পণ্যকে সবার বাজেটের নাগালে এনে বাজারকে পাল্টে দিতে পারে!