সুইজারল্যান্ডকে পরাজিত করে রাশিয়া বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে সুইডেন। মঙ্গলবার শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে তারা ১-০ গোলে সুইজারল্যান্ডকে পরাজিত করে। ১৯৯৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের শেষ ষোলোর বাধা অতিক্রম করেছে সুইডেন। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
ম্যাচের শুধু থেকেই বারবার গোলের সুযোগ মিস করেছে সুইডেন। ২৮ ও ৩৪ মিনিটে গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি সুইজারল্যান্ড। সুইডেনও ৩৮ মিনিটের সুযোগটিকে কাজে লাগাতে ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধে উভয় দলই মরিয়া হয়ে উঠে। অবশেষে ৬৬ মিনিটে সুইডেনের এমিল ফোর্সবার্গ সুযোগকে লাগে লাগিয়ে ফেলেন। বারবার উভয় পক্ষের সুযোগ তৈরি হলেও ১-০ ব্যবধানে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় সুইজারল্যান্ডকে।
চলুন দেখে নিই সুইজারল্যান্ড ও সুইডেনের মধ্যকার খেলার হাইলাইটস।