রবিবার (৩ নভেম্বর) ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। তবে আরেকটি কারণেও ম্যাচটি ঐতিহাসিক।কারণ এটি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ১০০০তম ম্যাচ। ২০০৫ সালে শুরু হওয়া আন্তর্জাতিক ক্রিকেটের এই সবচেয়ে ক্ষুদ্রতম সংস্করণের হাজারতম ম্যাচটি খেলেছে বাংলাদেশ ও ভারত।
ঐতিহাসিক ম্যাচটিতে ৭ উইকেটের বড় ব্যবধানে বাংলাদেশ জিতেছে। ভারতের করা ১৪৮ রানের বিপরীতে ৩ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে মুশফিক ও মাহমুদউল্লাহ।
দলের দুই প্রধান শক্তি সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এভাবে বাংলাদেশের ম্যাচটি ঐতিহাসিক হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে।