আগামী ২০২০ শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে নির্দিষ্ট শূণ্য আসনে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে, দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষা এবং নবম শ্রেণিতে জেএসসি/জেডিসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ভিত্তিতে যোগ্য শিক্ষার্থী ভর্তি করা হবে।
ঢাকা মহানগরীর ৩৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সংযুক্ত ফিডা শাখার কর্তৃপক্ষ কর্তৃক বিস্তারিত বিজ্ঞপ্তি বিদ্যালয়ের নোটিশ বোর্ডে দেয়া হয়েছে।
গত ১ ডিসেম্বর থেকে এসব স্কুলে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। আর তিনটি ক্যাটাগরিতে ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নিম্নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো।