দেশের মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের অংশীদার হয়েছে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপ। আলিবাবার অঙ্গ প্রতিষ্ঠান অ্যান্ট ফিনান্সিয়ালের সঙ্গে বিকাশের ওই অংশীদারিত্ব নিয়ে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর হয়েছে। যেখানে বিকাশের ২০ শতাংশ শেয়ারের মালিকানা পেতে যাচ্ছে আলিবাবা গ্রুপ। বৃহস্পতিবার রাজধানীর হোটেল র্যাডিসনে ওই চুক্তি সই অনুষ্ঠান হয়।
সেখানে বিকাশের মূল প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন জানান, বিকাশের শেয়ারের ৫১ শতাংশ ব্র্যাক ব্যাংকের রয়েছে। বাকি ৪৯ শতাংশ শেয়ার মালিকদের মধ্যে মানি ইন মোশন (মিম), ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন ও বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের ছেড়ে দেওয়া শেয়ার থেকে পাবে আলিবাবা গ্রুপ।
বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির বলেন, আলি পে চীনে অনলাইন পেমেন্ট নিয়ে নতুন প্রযুক্তির ব্যবহার এবং কিভাবে একে আরো গ্রাহকমুখী করা যায় তার কাজ করছে দীর্ঘদিন থেকে। এই চুক্তির ফলে বিকাশকে তারা প্রযুক্তিগত আরো সাপোর্ট দিতে পারবে। একইসঙ্গে বিকাশকে বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করাতে ভূমিকা রাখবে।
অ্যান্ট ফিনান্সিয়ালের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিখ জিং বলেন, অ্যান্ট এবং বিকাশের একই লক্ষ্য। দুই প্রতিষ্ঠান মিলেই বাংলাদেশে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে চাই। বিকাশের অভিজ্ঞতা এবং আমাদের বিশ্বব্যাপী ৮০ কোটি ব্যবহারকারীকে প্রযুক্তিগত সহায়তা দেবার অভিজ্ঞতা থেকে একটি ভালো কিছু করার আশা রয়েছে।
তিনি বলেন, অ্যান্ট ফিনান্সিয়ালের বৈশ্বিক যে স্ট্রাটেজি সেখান থেকে আমরা বলতে পারি, কিভাবে বিকাশের মতো পার্টনারদের সঙ্গে প্রযুক্তিগত সহায়তা করা যায়। কারণ বিকাশ বাংলাদেশে সর্ববিহৎ মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীকেও সেবা দিয়ে যাচ্ছে।
বিকাশের সঙ্গে এমন চুক্তির ফলে অ্যান্ট ফিনান্সিয়াল বিকাশের লেনদেনকে আরো সহজ এবং নিরাপদ করে তোলার কাজ করতে পারবে বলে জানান তিনি।
এর আগে গত বছরের অক্টোবরে বিকাশের কৌশলগত অংশীদার হতে ইচ্ছুক একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কথা জানায় বিকাশের মূল প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক। তবে তখন ব্র্যাক ব্যাংক ঠিক কোন প্রতিষ্ঠানের সঙ্গে সেই চুক্তি করেছিল তা ছিল ‘নন ডিসক্লোজার’ সমঝোতা চুক্তি (এমওইউ)।
সে সময় জানা যায়, ব্র্যাক ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান বিকাশের অংশীদার হতে আগ্রহী চীনভিত্তিক ই-কমার্স জায়ান্ট আলিবাবা।
২০১০ সালে প্রতিষ্ঠার সময় বিকাশের শেয়ারহোল্ডার ছিল ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং মানি ইন মোশন এলএলসি।
বর্তমানে তিন কোটি বিকাশ অ্যাকাউন্ট রয়েছে এবং দেশের প্রত্যন্ত এলাকাসহ শহরাঞ্চলে মোট এক লাখ ৮০ হাজার এজেন্ট নেটওয়ার্ক রয়েছে।
সূত্র : টেকশহর [ইমরান হোসেন মিলন]