জার্মানি ও সুইডেন ম্যাচের হাইলাইটস

রাশিয়ার সৈকত নগরী সোচিতে ২-১ গোলে সুইডেনকে হারিয়েছে জার্মানি। ৩২ মিনিটে অলা তইভনেনের গোলে এগিয়ে যায় সুইডেন। ৪৮ মিনিটে জার্মানকে সমতায় ফেরান মার্কো রয়েস। আর ৯০ মিনিটের যোগ করা সময়ে দলকে জেতান টনি ক্রুস।

চলুন ভিডিওতে দেখে নিই জার্মানি ও সুইডেন ম্যাচের হাইলাইটস।

রিপ্লাই লিখুন:

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন