সম্প্রতি গুগল প্লে স্টোর পলিসি না মানার কারণে প্রায় ৭ লাখ অ্যাপস সরিয়ে ফেলা হয়। এর পরেও থেমে নেই গুগল। এবার ‘ফেইক আইডি’ অ্যাপসগুলো বন্ধ করা হচ্ছে।
ইন্স্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন কাজে ভুয়া তথ্য তৈরির জন্য ফেইক আইডি অ্যাপস ব্যবহার করেন অনেকেই। এ কারণে প্লে স্টোরে এ ধরণের অ্যাপের বেশ চাহিদা ছিল। বিষয়টি ধরতে পেরে এ বিষয়ে কঠোর হচ্ছে গুগল।
গুগল’স ডেভেলপার পলিসি সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, আমরা সেসব অ্যাপস সমর্থন করি না যেগুলো ব্যবহারকারীদের ভিন্নপথে চালিত করে। এর মধ্যে রয়েছে ভুয়া আইডি কার্ড, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, পাসপোর্ট, ডিপ্লোমা, ক্রেডিট কার্ড ও ড্রাইভিং লাইসেন্স তৈরির অ্যাপসগুলো। তাই এগুলো সরিয়ে ফেলা হচ্ছে।
যদিও গুগলকে বোকা বানাতে ডেভেলপাররা এগুলো ‘জাস্ট ফর ফান’ অথবা ‘এজ এ প্রাংক’ হিসেবে যুক্ত করে। তবে অ্যাপসগুলোর বিষয়ে ডেভেলপারদের কোনও ছাড় দেয়া হবে না। কিছু কিছু ডেভেলপারকে ব্যান করাও হতে পারে বলে জানা গেছে।