আজ বুধবার (১৭ জুলাই) সারাদেশে একযোগে প্রকাশ করা হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। দুপুর ১টা শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবে। তবে অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফলাফল। চলুন জেনে নিই কীভাবে জানবেন ফলাফল।
বোর্ডের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd/) গিয়ে রোল নাম্বার, পরীক্ষার নাম এবং বোর্ড সিলেক্ট করে সাবমিট করলে ফলাফল চলে আসবে।
এছাড়া মোবাইল ফোনে এসএমএস অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (ঢাকা ক্ষেত্রে- DHA) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
মাদরাসা বোর্ডের আলিম পরীক্ষার ফলাফল জানতে ALIM লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
একইভাবে কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।