জর্ডানের বিখ্যাত হ্যারিটেজ সাইট পেত্রায় মাটির নিচে লুকানো অবস্থায় বিশাল এক স্থাপনার সন্ধান পাওয়া গিয়েছে- এমনটাই জানিয়েছে Bulletin of the American Schools of Oriental Research থেকে প্রকাশিত একটি গবেষণা।
খ্যাতিমান পুরাতত্ত্ববিদ সারাহ পারকেক স্যাটেলাইট থেকে হাই-রেজুলেশনের ছবি নিয়ে, ড্রোন থেকে ছবি নিয়ে এবং মাটিতে জরীপ চালিয়ে এই স্থাপনার অবস্থান এবং বিস্তারিত তথ্য নিয়েছেন।
রিপোর্ট বলছে, স্থাপনাটি প্রায় ৫০ মিটার লম্বা এবং চওড়ায় এর দ্বিগুণ। প্রাচীন পেত্রা শহর থেকে মাত্র আধা মাইল দক্ষিণে অবস্থিত এই স্থাপনা।
১৮৪ মিটার লম্বা ও ১৬১ মিটার চওড়া একটি প্ল্যাটফর্মের উপর স্থাপনাটি অবস্থিত যেটি পাথর দিয়ে ঢাকা। এই প্ল্যাটফর্মের পূর্ব দিকে একটি সিঁড়ি আছে এবং সেই সিঁড়ি দিয়ে মূল স্থাপনাটিতে প্রবেশ করা যায়। তবে পেত্রার অন্যান্য পুরাতাত্ত্বিক নিদর্শনের মত নয় এটি। খুব সম্ভবত এখানে সাধারণ জনগণের জন্য কোন অনুষ্ঠান বা প্রদর্শনীর আয়োজন করা হতো।
তবে এই পুরাতাত্ত্বিক জায়গাটিতে এখনো খননকাজ চালানো শুরু হয়নি। আরও কিছু গবেষণার সেটি করা হবে বলে জানা গিয়েছে।
সূত্রঃ ন্যাশনাল জিওগ্রাফিক