সম্প্রতি ওয়ানপ্লাসের পরবর্তী ফোনের নাম (ওয়ানপ্লাস ৬) প্রকাশ করা হয়। এবার জানা গেছে, ফোনটিতে থাকছে আগের দুটি মডেলের মতোই ৮ গিগাবাইট র্যাম। এছাড়া থাকছে ২৫৬ গিগাবাইটের ইন্টারন্যাল মেমরি।
ওয়ানপ্লাস ৬ এ থাকছে কোয়ালকমের অন্যতম সেরা প্রসেসর ‘কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫’। নিজস্ব ফোরামে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানের দ্রুতগতির ওয়ানপ্লাস ৫টি’র চেয়েও দ্রুতগতির হবে নতুন ফোনটি, যার মাধ্যমে স্মার্টফোন বাজারের টিকে থাকার লড়াইয়ে ওয়ানপ্লাস আরও এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
এর ইউএসবি ক্যাবলে কী পরিবর্তন আসবে সেটা নিয়েও অনেকে প্রতীক্ষা করছেন। দিনক্ষণ ঘোষণা করা না হলেও বছরের দ্বিতীয় প্রান্তিকেই বাজারে আসবে এই স্মার্টফোনটি।