স্মার্ট স্পিকারের বাজারে প্রবেশ করছে স্যামসাং। স্পিকারটির নাম দেয়া হয়েছে ‘ম্যাগবি’। যুক্তরাষ্ট্র ও ইউরোপে একাধিক ট্রেডমার্ক আবেদনে বিষয়টি উঠে এসেছে।
সম্প্রতি একটি প্যাটেন্ট আবেদন থেকে জানা গেছে, স্পিকারটিতে একটি ডায়াল থাকবে। মাল্টি রুম অডিও এবং একইসাথে একাধিক স্পিকার চালনার জন্য এতে ওয়্যারলেস হোম অডিও সল্যুউশন থাকতে পারে।
আগস্টের ৯ তারিখে স্যামসাং গ্যালাক্সি নোট৯ এর সাথে অফিসিয়ালি ম্যাগবি এর ঘোষণা আসতে পারে। অনুষ্ঠানটিতে নতুন গ্যালাক্সি ওয়াচ, গ্যালাক্সি ট্যাব এস৪ উন্মোচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্মার্ট স্পিকার বাজারে আধিপত্য এখন অ্যামাজনের। রয়েছে গুগলও। সেখানে স্যামসাং কতোটা বাজার ধরতে পারবে সেটিই দেখার বিষয়।