বর্তমানে প্রতিটি মানুষের হাতেই মোবাইল ফোন শোভা পাচ্ছে। প্রয়োজন কিংবা সামর্থ্য অনুযায়ী এক বা একাধিক মোবাইল ফোন ব্যবহার করছেন অনেকেই। আমাদের প্রত্যাহিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে যুক্ত হয়েছে মোবাইল ফোন। কিন্তু বিশ্বের প্রথম মোবাইল ফোন কোনটি সেটি জানেন কি?
১৯৮৩ সালের ৩ এপ্রিল অর্থাৎ আজ থেকে প্রায় ৪৫ বছর আগের কথা। ঐদিন বাণিজ্যিকভাবে বাজারে আসে প্রথম মোবাইল ফোন। যার ওজন ছিলো প্রায় এক কিলোগ্রাম (১.৭৫ পাউন্ড) আর দৈর্ঘ্য ১৩ ইঞ্চি। এই ফোনে মাত্র ৩০টি নাম্বার সংরক্ষণ করা সম্ভব ছিল।
বিশ্বের প্রথম এই বাণিজ্যিক ফোনটির নাম – মটোরোলা ডায়না টিএসি ৮০০০এক্স। এতে কল করা ও কল ধরা ছাড়া অন্য কোনও ফিচার ছিল না। দাম ছিলো ৩ হাজার ৯০০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ টাকা।
ফোনটির সবচেয়ে মজার বিষয় হলো একবার চার্জ দিয়ে সর্বোচ্চ ৩০ মিনিট কথা বলা যেত আর চার্জ নিতে সময় লাগতো প্রায় ১০ ঘন্টা।