নিজেদের তৃতীয় ব্যাটারি কারখানা চালু করেছে চীনের ইলেকট্রিক গাড়ি নির্মাতা বিওয়াইডি কো. লিমিটেড। দেশটির কিংহাই প্রদেশে লিথিয়াম ব্যাটারি তৈরির এই কারখানা নির্মানের কাজ আগামী বছরে পুরোপুরি শেষ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বৃহত্তম ব্যাটারি কারখানা।
এ বছর কারখানাটি ২৪ গিগাওয়াট-আওয়ার এর ব্যাটারি তৈরি করতে পারবে। ২০২০ সাল নাগাদ সক্ষমতা ৬০ গিগাওয়াট-আওয়ারে উন্নীত হবে বলে জানানো হয়েছে।
চীনের ক্রমবর্ধমান নিউ এনার্জি ভিহেকল (এনইভি) এর চাহিদা ও তৈরি বেড়ে যাওয়ার সুযোগটা নিতেই বিওয়াইডি নতুন এই কারখানা তৈরি করেছে। সাধারণ ইঞ্জিন থেকে শুধুমাত্র বায়ূ দূষণ কমানোর জন্যই নয়, হাই-টেক প্রযুক্তিকে এগিয়ে নিতে জোর দিয়েছে দেশটি।
বিওয়াইডি চেয়ারম্যান ওয়াং চুয়ানফু প্রত্যাশা করেন, ২০৩০ সাল নাগাদ চীনের সকল গাড়ি ইলেকট্রিফায়েড হবে। আর সেজন্য লিথিয়াম ব্যাটারির চাহিদা হবে আকাশচুম্বি।
উল্লেখ্য, এ বছরের প্রথম পাঁচ মাসে এনইবি নির্মাতারা ৩ লাখ ২৮ হাজার গাড়ি বিক্রি করেছে, যা গতবছরের তুলনায় ১৪১.৬ শতাংশ বেশি। গতবছরে বিশ্বের মোট এনইভির মালিকদের মধ্যে অর্ধেকের বেশি দখল রাখে চীন।