দেখলে মনে হবে একটি বৃহৎ আনারস দাঁড় করিয়ে রাখা হয়েছে। তবে এই আনারসটি আসলে একটি ভবন। দক্ষিণ আফ্রিকার ৫৬ ফুট উচু এই ভবনটি বিশ্বের সবচেয়ে বড় ‘আনারস ভবন’।
এর আশেপাশের অঞ্চলটি কৃষি জমি হিসেবে পরিচিত, যেখানে আনারস উৎপাদন করা হয়। আঠার শতকে যখন তারা এখানে আনারস চাষ শুরু করে তার আগে সফলভাবে ফসল ফলাতে কৃষকদের অনেক ভোগান্তি পোহাতে হতো।
আনারসের ফলন ভালো হওয়ায় সেখানকার কৃষকরা ফলটির প্রতি সম্মান জানাতেই এর আকারে একটি ভবন নির্মানের চিন্তা করেন। তারই ধারাবাহিকতায় ১৯৮০ সালে বাথুরস্ট’স এগ্রিকালচারাল কমিউনিটির সদস্যরা এই আনারস ভবনটি তৈরি করেন।
ভবনটিতে তিনটি তলা রয়েছে। মেটাল ও ফাইবার গ্লাসের তৈরি এই ভবনটি পর্যবেক্ষন প্লাটফর্ম হিসেবে সুবিধা দেয়। এর ভিতরে একটি আনারস জাদুঘরও রয়েছে। যেখানে বিভিন্ন ধরণের সংরক্ষণ করে রাখার পাশাপাশি বিক্রিও করা হয়।
যদিও অস্ট্রেলিয়াতে এমন একটি অবকাঠামো রয়েছে, তবে এই ভবনটি তার থেকে ২ ফুট লম্বা এবং বিশ্বের বৃহত্তম আনারস ভবন হিসেবে দাবি করা হয়।