অরকুটের পর বন্ধ হতে চলেছে আরও এক পুরনো সোশ্যাল নেটওয়ার্কিং সেবা ইয়াহু মেসেঞ্জার। ১৯৯৮ সালে যখন ইয়াহু মেসেঞ্জার আত্মপ্রকাশ করে তখন সবে সবে মানুষ চ্যাট পরিষেবার সঙ্গে পরিচিত হচ্ছিলেন।
দীর্ঘ ২০ বছর পর আগামী ১৭ জুলাই পাকাপাকিভাবে বন্ধ হতে চলেছে এই মেসেঞ্জার সার্ভিস। গত শুক্রবার এই ঘোষণা দিয়েছে ইয়াহু।
ইয়াহু জানিয়েছে, এই মেসেঞ্জার সেবার বহু একনিষ্ঠ ভক্ত রয়েছেন সারা বিশ্বজুড়ে। বর্তমানে যে চ্যাট অ্যাপ রয়েছে, তা বন্ধ করে নতুন মেসেঞ্জার পরিষেবা শুরু করার কথাই ভাবছে ইয়াহু। এমন একটি মেসেঞ্জার অ্যাপ আনার পরিকল্পনা করা হচ্ছে যা বর্তমান প্রজন্মের প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে।
যে সব ব্যবহারকারী তাদের চ্যাট হিস্ট্রি আর্কাইভ করতে চান, তারা আগামী ৬ মাসের মধ্যে তা ডাউনলোড করে রাখতে পারবেন। এরপর আর কোনও আর্কাইভ করা যাবে না। গত বছরই ৪.৫ বিলিয়ন মার্কিন ডলারে ইয়াহু কিনে নেয় ভেরিজন।