আবিষ্কৃত হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা

লুকারা ডায়মন্ড কর্পোরেশন ঘোষণা দিয়েছে, তারা এ যাবতকালের দ্বিতীয় বৃহত্তম হীরাটি আবিষ্কার করেছে। রত্নমানের দিক থেকেও এটি পৃথিবীর দ্বিতীয়।

লুকারা ডায়মন্ড কর্পোরেশন কানাডায় প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। তবে দীর্ঘদিন ধরে এরা আফ্রিকার দক্ষিণাংশের বিভিন্ন দেশে হীরা অনুসন্ধান ও খননকার্য চালিয়ে যাচ্ছে।

বোতসোয়ানার একটি খনিতে এই হীরাটি পাওয়া যায়। এটি ১ হাজার ১১১ ক্যারেটের একটি হীরা। উজ্জ্বল এই পাথরটি প্রায় একটি টেনিস বলের সমান। বোতসোয়ানা পৃথিবীর হীরা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম বৃহৎ।

এখন পর্যন্ত প্রাপ্ত সবচেয়ে বড় হীরাটির নাম কুলিনান ডায়মন্ড। এটি ৩ হাজার ১০৬ ক্যারেট। ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় এটি আবিষ্কৃত হয়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন