একটি অ্যাপ, যা মোবাইলে ৫% এর কম চার্জ থাকলেই শুধুমাত্র ব্যবহার করা যাবে! ভাবতেই অবাক লাগতে পারে। আপনাকে বোকা বানানো কিংবা কৌতুক করার জন্য বলছি না, এমন একটি অ্যাপ্লিকেশন সত্যিই আছে। নাম ‘ডাই উইথ মি’।
অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের এই অ্যাপ মোবাইলের চার্জ ৫% এর নিচে হলেই চলবে। ফলে ব্যবহারকারীরা এই অ্যাপটি শুধুমাত্র তাদের জরুরী যোগাযোগের জন্য ব্যবহার করতে পারবেন এটাই হওয়া স্বাভাবিক তাই না? কিন্তু এখানেও অবাক হওয়ার বিষয় রয়েছে।
প্রকৃত অর্থে এই অ্যাপটি দিয়ে শুধুমাত্র তেমন ব্যক্তিদের সাথে যোগাযোগ করা যায় যাদের মোবাইলেও ৫% এর কম চার্জ আছে। আর তারা অপরিচিতই হবে! মোটকথা, অ্যাপসটিতে শুধুমাত্র অপরিচিত কিছু মানুষ যাদের মোবাইলের চার্জ আপনার মোবাইলের মতোই শেষ হতে যাচ্ছে এমন মানুষদের সাথে চ্যাট করা যাবে।
শুধুমাত্র টেক্সট চ্যাট করার অপশন রয়েছে অ্যাপে। ছবি কিংবা ভিডিও পাঠানো যাবে না। এছাড়া অ্যাপসটিতে শুধুমাত্র একটি নাম ও তার মোবাইলের ব্যাটারির অবস্থা (যেমন ৪%, ৩%) দেখাবে। তাহলে মানুষ কেনও গুরুত্বপূর্ণ সময়ে অপরিচিত মানুষদের সাথে যোগাযোগ করবে?
আসলে অ্যাপসটি একটি ডেটিং অ্যাপস। এর মাধ্যমে অপরিচিতদের সাথে সাময়িক মজা করার জন্যই তৈরি করা হয়েছে।
তথ্যসূত্র : ম্যাশেবল