ভবিষ্যতের স্মার্টফোন

অ্যাপল, স্যামসাং, নোকিয়া, সনি, এইচটিসি এসব কোম্পানি প্রতিনিয়তই নতুন নতুন সব মডেলের স্মার্টফোন বাজারে আনছে। কিন্তু সত্যি কথা বলতে এসব স্মার্টফোনের মধ্যে পার্থক্য খুব একটা বেশি নেই।

বহুদিন ধরেই নতুন আর ব্যতিক্রম কোন কিছু আনতে পারছে না এসব স্মার্টফোন নির্মাণ প্রতিষ্ঠান। হাই রেজ্যুলেশনের বড় বড় ডিসপ্লে, দ্রুতগতিসম্পন্ন প্রসেসর, বেশি মেগাপিক্সেলবিশিষ্ট ক্যামেরা, বায়োম্যাট্রিক সেন্সর আর বেশি জীবনকালসম্পন্ন ব্যাটারি ইত্যাদি সব প্রযুক্তিবিশিষ্ট স্মার্টফোন বাজারে আসলেও প্রকৃতপক্ষে এদের বৈশিষ্ট্য সব প্রায় একই রকম।  

নতুন বছরে এক্সকেসিডি (xkcd)কোম্পানি আনছে সম্পূর্ণ ভিন্ন এবং অত্যাধুনিক সব ফিচার সমৃদ্ধ এক স্মার্টফোন যেটাকে তারা বলছেন ভবিষ্যতের স্মার্টফোন।

The xkcd Phone 2 নামের এই স্মার্টফোনে থাকছে অভাবনীয় সব ফিচার।

এতে থাকছে ম্যাক্সএইচডি রেজ্যুলেশন স্ক্রিন(MaxHD resolution screen), সবসময় চালু থাকবে এমন একটি স্পীকার, কুকুরকে সনাক্ত করতে পারবে এমন একটি ফিচার, একটি scroll lock button, একটি  coin slot, একটি bug drawer, ব্লাড প্রেসার কমানোর একটি ফিচার আর একটি auto-rotating কেস। এই ফোনে আরও থাকবে ভলিউম এবং ঘনত্ব নিয়ন্ত্রন করার ফিচার,  

একটি Fitbit fitness evaluator, একটি cheek toucher।

সেই সাথে এই ফোনটি হবে উন্নত 3D প্রযুক্তিসম্পন্ন এবং পানিরোধক। Stackoverflow নামক নতুন একটি অপারেটিং সিস্টেম ব্যবহার করবে এই স্মার্টফোন। আর যদি কখনও হারিয়ে যায় তবে ফোনটি কান্না করার মত শব্দ করবে।

সূত্র : ইয়াহু নিউজ অবলম্বনে  

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন