সম্প্রতি রাশিয়ার একটি অনুসন্ধানী দল রহস্যময় আগ্নেয়গিরির জ্বালামুখের সন্ধান পেয়েছন। তারা মৃত আগ্নেয়গিরির জ্বালামুখের ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়েছেন। ভয়ংকর সেই জ্বালামুখে বিজ্ঞানীরা-১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব করেছেন। ইন্টারনেটে কেউ কেউ এ জায়গাটাকে ‘ঠাণ্ডায় জমে যাওয়া নরক’ বলে আখ্যায়িত করেছেন।
সাইবেরিয়ার উত্তর দিকে প্রত্যন্ত অঞ্চল 'ইয়ামাল পেনিনসুলাতে' এ আগ্নেয়গিরি জ্বালামুখটির সন্ধান মেলে। আবিষ্কৃত হওয়ার পর রাশিয়ান সেন্টার অফ আর্কটিক এক্সপ্লোরেশনের কয়েকজন বিজ্ঞানী সেখানকার পরিবেশের জন্য উপযুক্ত পোষাক পরে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সঙ্গে নিয়ে সেই জ্বালামুখের ভেতরে প্রবেশ করেন। তারা জ্বালামুখের ৫৪ ফুট গভীর পর্যন্ত যান।
এই অনুসন্ধান দলের প্রধান ভ্লাদিমির পুশকারেভ জানান, এই প্রথমবারের মত কোন দল নিরাপদে এই জ্বালামুখের ভেতরে অবতরণ করতে পারলো। এটা একমাত্র সম্ভব হয়েছে ঠাণ্ডায় জায়গাটা জমে শক্ত হয়ে যাওয়ার কারণেই। তবে বিজ্ঞানীরা এখনো জায়গাটা নিয়ে গবেষণা চালাচ্ছেন। খুব শীঘ্রই জ্বালামুখটির আয়তনসহ আরও অনেক তথ্য তারা দিতে পারবেন বলে জানিয়েছেন।