আসছে সস্তা ক্ষুদ্র ড্রোন

ড্রোন বলুন বা কোয়াডকপ্টার অথবা ইউএভি। রিমোট কন্ট্রোলচালিত এই উড়ুক্কু যান গত কয়েক বছরে মানুষের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এবার TRND labs বাজারে নিয়ে আসছে বিশ্বের সবচেয়ে ছোট আকারের কোয়াডকপ্টার ড্রোন। একই সাথে এটি সুলভ এবং ব্যবহারও সহজ।

গত মঙ্গলবার TRND labs তাদের এই নতুন SKEYE Nano Drone with Camera উদ্বোধন করেন। ছোট্ট এই ডিভাইসটির মাপ ১.৫৭×১.৫৭×০.৮৭ ইঞ্চি। আর ওজন ২৫০ গ্রামেরও কম।

TRND labs জানিয়েছে তাদের এই ড্রোন বিভিন্ন মজার কাণ্ড যেমন ডিগবাজি খাওয়া, উল্টে যাওয়া এসব সহজেই করতে পারবে এবং একই সময় এর ক্যামেরা এসব কিছুই ধারণ করতে পারবে। তবে এই ড্রোনে সংযুক্ত ক্যামেরা মাত্র ০.৩ মেগাপিক্সেল।

সুতরাং দামি ড্রোনগুলোর মত হাই-ডেফিনেশন ভিডিও এটাতে পাওয়া যাবে না। তবে স্মার্টফোন বা ট্যাবে দেখার জন্য তা যথেষ্ট। ধারণ করা ভিডিও ড্রোনে থাকা একটি ২ গিগাবাইট মাইক্রোএসডি কার্ডে সংরক্ষিত হবে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন