পরপর দুইবার কোপা আমেরিকা কাপ জয়ের সুযোগ এল চিলির কাছে। আর ফাইনালে চিলির প্রতিদ্বন্দ্বী গতবারের আরেক ফাইনালিস্ট আর্জেন্টিনা। গত বছর আর্জেন্টিনাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল চিলি।
বৃহস্পতিবার কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় চিলি। এর আগে কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারায় তারা। অন্যদিকে বুধবার যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়ে শিকাগোতে ফাইনাল খেলার সুযোগ পায় আর্জেন্টিনা।
গত বছর পেনাল্টিতে ৪-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের মাটিতে প্রথমবারের মতো এই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল চিলি।
মাত্র ৭ মিনিটে লেভারকুসেনের গোলে এগিয়ে যায় চিলি। এর ৪ মিনিট পরেই ফুয়েনজালিদার গোলে ব্যবধান বাড়ায় চিলি। ২-০ গোলে এগিয়ে থাকা খেলায় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে খেলা প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকে।
এই নিয়ে ৬ষ্ঠ বারের মতো কোপা আমেরিকার ফাইনালে উঠলো চিলি। অন্যদিকে মেসির আর্জেন্টিনার কাছে সুযোগ ১৫ বারের রেকর্ড শিরোপাজয়ী উরুগুয়ের সমান সংখ্যক শিরোপা জয়। আগামী ২৭ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই ফাইনালিস্ট।