অনেকেরই দেখা যায় হটাৎ করেই নাক দিয়ে রক্ত পড়ছে। চিকিৎসার ভাষায় এটি এপিসট্যাক্সিস বলে। সাধারণত নাকের মাঝখানের পর্দার সামনে ও নিচে অনেকগুলো ধমনী একসাথে থাকে। এখানে সামান্য আঘাত পেলেই রক্ত পড়ে।
নাক দিয়ে রক্ত পড়ার প্রধান কারণগুলো নিম্নরুপ :
• আঙুল বা নক দিয়ে বারবার খুঁটলে।
• ঠান্ডা বা অ্যালার্জিতে বারবার এবং জোরে নাক পরিস্কার করলে।
• ঠান্ডা আবহাওয়ায় শুষ্ক বাতাসও নাক দিয়ে রক্ত পড়ার কারণ হতে পারে। কারণ এসময় নাকের শ্লেষ্মিক পর্দা শুষ্ক হয়, চিড় ধরে এবং রক্ত পড়ার প্রবণতা দেখা দেয়।
• বিভিন্ন ঔষধ যেমন নাকের স্প্রের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে নাকে রক্তপাত হতে পারে।
• নাকে আঘাত লাগলে।
• নাকে কোনও সংক্রামক রোগ হলে।
• উচ্চ রক্তচাপ ও রক্তশূণ্যতা দেখা দিলে।
নাক দিয়ে রক্ত পড়লে করণীয়:
• মাথা সামনের দিকে ঝুঁকিয়ে রোগীকে বসিয়ে দিতে হবে, যাতে রক্ত সহজে বের হয়ে যায়।
• আঙুল দিয়ে নাকের ডগা প্রায় ১০ মিনিট চেপে রাখতে হবে। এতে অধিকাংশ সময়েই রক্ত পড়া বন্ধ হয়ে যায়।
• রোগীকে বসিয়ে নাকের উপর বরফ বা ঠান্ডা পানির পট্টি দিতে হবে।
• দ্রুত রোগীকে ডাক্তারের কাছে নিতে হবে। একাধিকবার এমন হলে অবশ্যই কারণ চিহ্নিত করে চিকিৎসা নিতে হবে।
তথ্যসূত্র : ডক্টর এনডিটিভি