এই দিনে : ২৪ জানুয়ারি

২৪ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪ তম দিন। বছরটি শেষ হতে বাকি ৩৪১ দিন (লিপইয়ারে ৩৪২ দিন)। গত ৪০০ বছরে এই দিনটি অধিকাংশ সময়েই মঙ্গলবার, বৃহস্পতিবার অথবা রবিবার (৫৮ বার), শুক্রবার অথবা শনিবার (৫৭ বার) এবং সোমবার অথবা বুধবার (৫৬ বার) ছিলো।

চলুন একনজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ আরও কিছু বিষয়।

ঘটনাবলী
১৮৪৮ – জেমস মার্শাল ক্যালিফোর্নিয়ার একটি কাঠচেরাই কলে প্রথম সোনা আবিষ্কার করেন।
১৮৫৭ – কলকাতা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
১৯০৮ – ইংল্যান্ডে বয়স্কাউট আন্দোলনের সূচনা হয়।
১৯৫২ – বোম্বে সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু।
১৯৮৪ – অ্যাপল ম্যাকিন্টশ বিক্রি শুরু হয়।

জন্ম
১৯২৪ – সুভাষ ঘাই, ভারতীয় পরিচালক, পরিবেশক এবং চিত্রনাট্যকার।
১৯৪৭ – মিশিও কাকু, একজন আমেরিকান পদার্থ বিজ্ঞানী।

মৃত্যু
১৮৭১ – ভিলহেল্ম ভাইৎলিং, জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী।
১৯৬৫ – উইন্স্টন চার্চিল, ইংরেজ রাজনীতিবিদ ও লেখক।
১৯৬৫ – সাহিত্যরত্ন মুনশি আশরাফ হোসেন, বাঙালি কবি ও পুথি সংগ্রাহক।
২০০৪ – লিওনিদাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
২০০৬ – পিটার ল্যাডিফোগিড, ইংরেজ-মার্কিনী ভাষাবিজ্ঞানী।

তথ্যসূত্র : উইকিপিডিয়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন