এ বছর উইম্বলডন টেনিসের শিরোপা ঘরে তুললেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। রোববার এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আরেক কিংবদন্তী তারকা সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে পরাজিত করেন তিনি।
প্রথম ২ সেটে চলে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম সেটে দুজনেই ৩৭ পয়েন্ট এবং ২য় সেটে দুজনেই নেন ৫১ পয়েন্ট। ৭-৬, ৬-৭ গেমে শেষ হয় প্রথম দুই সেট। কিন্তু পরের দুই সেটে আর ফেদেরারকে ঘুরে দাঁড়াতে দেননি জকোভিচ। উইম্বলডনের ঘাসের কোর্টে দাপটের সাথে খেলে ৭-৬, ৬-৭, ৬-৪, ৬-৩ সেটে ম্যাচ জিতে নেন জকোভিচ। উইম্বলডনে এটি তার তৃতীয় শিরোপা। এটা নিয়ে মোট ৯টি গ্র্যান্ডস্ল্যাম জিতলেন নোভাক জকোভিচ।
অন্যদিকে নিজের ১৮তম গ্র্যান্ডস্ল্যাম হাতছাড়া করলেন রজার ফেদেরার। টানা দ্বিতীয়বারের মত উইম্বলডন থেকে রানার-আপ হয়ে ফেরত গেলেন র্যাংকিংয়ে ২ নম্বরে থাকা এই টেনিস তারকা। তবে এর আগে ৭ বার উইম্বলডনের শিরোপা নিজের করে নিয়েছেন এই টেনিস কিংবদন্তী।