গেম নির্মাতা প্রতিষ্ঠান নিনটেনডোর প্রধান নির্বাহীর মৃত্যু

গত রোববার নিনটেনডোর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতি থেকে জানা যায় প্রতিষ্ঠানটির সভাপতি এবং সিইও সাতোরু ইওয়াতা মারা গিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

বিবৃতিতে আরও জানানো হয়, পিত্তথলির জটিলতার কারণে মৃত্যুবরণ করেছেন তিনি। গত বছর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তার পিত্তনালী বৃদ্ধি পেয়ে যাওয়ায় ঘটনা ধরা পড়ে। ডাক্তার তাকে যত দ্রুত সম্ভব অপারেশন করার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শে তিনি সেবার লস এঞ্জেলসে অনুষ্ঠিত ই-৩ সম্মেলনেও যাননি।

অপারেশনের পর কয়েক মাসে তিনি ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। কিন্তু হঠাৎ করেই তার মৃত্যুর খবর শোনা যায়।

সাতোরু নিনটেনডোর অন্যতম সহায়ক প্রতিষ্ঠান এবং জাপানের ভিডিও গেম ডেভেলপার এইচএএল ল্যাবরেটরিজে একজন ডেভেলপার হিসেবে কর্মজীবন শুরু করেন। ‘ব্যালুন ফাইট’ এবং ‘আর্থবাউন্ড’ এর মত জনপ্রিয় নিনটেন্ডো গেম নির্মাণ করেছেন তিনি। ১৯৯৩ সালে তিনি  এইচএএল ল্যাবরেটরিসের প্রেসিডেন্ট হন। ২০০২ সালে তিনি নির্বাচিত হন নিনটেনডোর প্রেসিডেন্ট হিসেবে।

গত এক দশকে নিনটেনডোর বহু অগ্রগতি সাধন করেছেন সাতোরু। Game Cube, the Wii, the Wii U, the DS, the 3DS আরও অসংখ্য গেম তার সময়ে বের হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন