রূপালী পর্দার জগতে অস্কার যে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার সে ব্যাপারে কারও কোন দ্বিমত নেই। একাডেমী অ্যাওয়ার্ড নামেও পরিচিত এ পুরস্কার প্রতিবছর বেশ জাঁকজমকের মাধ্যমে প্রদান করা হয় হলিউডের রাজধানী বলে স্বীকৃত লস এঞ্জেলসে।
এবার ঘোষণা আসলো এই লস এঞ্জেলসে তৈরি হতে যাচ্ছে একটি অস্কার জাদুঘর। অস্কারপ্রাপ্তদের স্মরণে নির্মিত হবে এ জাদুঘর।
গত বুধবার লস এঞ্জেলস সিটি কাউন্সিল এই জাদুঘরটি অনুমোদন দেয়।
অনেকদিন ধরেই জাদুঘরের কথা থাকলেও এর অর্থ সহায়তা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল। অবশেষে ঠিক করা হয় ৩০০ মিলিয়ন ডলার ব্যয়ে এই জাদুঘর নির্মাণ করা হবে। স্টিভেন স্পিলবার্গ আর জর্জ লুকাসের মত সেলিব্রেটিরা এই জাদুঘর নির্মাণে অনুদান দিয়েছেন।
জাদুঘরের ভবনটির নকশা করেছেন ইটালির স্থাপত্যবিদ রেঞ্জো পিয়ানো। লস এঞ্জেলস কাউন্টি মিউজিয়াম অফ আর্ট এর চত্বরে নির্মাণ করা হবে এই ভবন।
কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে অস্কার জাদুঘরের নির্মাণ কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৭ সালের শেষের দিকে উদ্বোধন হবে জাদুঘরটির।
সারা বিশ্বের সিনেমাপ্রেমী দর্শকেরা এখানে এসে দেখতে পাবে বিভিন্ন সিনেমার কস্টিউম, সেট, পোস্টার, ছবি, প্রপস ইত্যাদি।
অস্কার পুরস্কার দেয়া শুরু হয় ১৯২৯ সাল থেকে। সুতরাং উপস্থাপন করার জন্য এখানে ইতিহাসের প্রাচুর্য থাকবে বলেই ধরে নেয়া হচ্ছে।