মনুষ্য দাঁতের রাক্ষস মাছ

মানুষখেকো পিরানহা মাছের সমগোত্রীয় আরেকটি মাছের সন্ধান পাওয়া গেলো আমেরিকার নিউ জার্সি লেকে। এই মাছের নাম ‘পাকু’ মাছ। মজার ব্যাপার হচ্ছে, এই মাছের দাঁত একেবারে মানুষের দাঁতের মতই।

নিউ জার্সিতে নতুন হলেও দক্ষিণ আমেরিকায় এই মাছ প্রায়শই দেখা যায়। আমাজন নদীতে এদের হরহামেশাই দেখা মেলে। তবে গত সপ্তাহে হঠাৎ করে পাওয়া যায় নিউ জার্সি লেকে।

যদিও পিরানহার সাথে এদের আত্মীয়তা আছে, তবে মানুষখেকো নয় পাকু মাছ। বরং এরা গাছ, লতা-পাতা আর মাঝে মাঝে অন্য মাছ খেয়ে থাকে।

নিউ জার্সির স্টেট ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল প্রোটেকশন এক বিবৃতিতে জানায়, অনেকে ইচ্ছাকৃতভাবেই এই মাছ লেকের পানিতে ফেলেছেন। এই মাছ হ্রদের শীতল পানিতে বাঁচতে পারে না। তাই এসব মাছ হ্রদের পানিতে না ছাড়ার অনুরোধ করা হয়।

অনেকে একুরিয়ামে পাকু মাছ পুষে থাকেন। তবে এরা অনেক বড় হয় বলে একুরিয়ামে আর রাখা যায় না। আকারে ৩ ফুট লম্বা এবং ওজনে ২০ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে পাকু মাছ। তবে নিউ জার্সি লেকে যে প্রজাতি পাওয়া গিয়েছে তা খুব বেশি বড় নয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন